Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

১৮-৩৫ বছর বয়সের সকল কর্মপ্রত্যাশী বেকার যুব/যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদান।

  প্রশিক্ষিত যুব/যুব মহিলাদের আত্ব কর্ম সংস্থানে নিয়োজিত করাসহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে সংযুক্ত করা।

  যে সমস্ত প্রশিক্ষিত যুব/যুব মহিলারা প্রকল্প গ্রহণ করেছেন তাদের যুব ঋন প্রদান।

  স্থানীয় পযার্য়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহন মূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহন নিশ্চিত করা।

  যুবদেরকে বিভিন্ন সামাজিক সচেতনাতা মূলক কর্মসূচিতে সম্পৃক্ত করার জন্য কাজ করা।

  যে সমস্ত যুবকের মাসিক আয় ৩০০০/-তাদের আত্নকর্মী হিসাবে চিহৃত করা।

 

ঋণ প্রদানঃ 

ঋণের ধরন ও ঋণ পাবার যোগ্যতাঃ 

ক) অপ্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৪০০০০-৬০০০০/= । সার্ভিস চার্জঃ ৫% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--২০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।

 

খ) প্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৬০০০০-১০০০০০/= । সার্ভিস চার্জঃ ৫% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--২০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।

  কিভাবে সেবা পাবেন

  প্রশিক্ষনের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে প্রশিক্ষন সহযোগিতা পাওযা যেতে পারে।

  যে সমস্ত প্রশিক্ষিত যুব/যুব মহিলা আত্নকর্ম সংস্থানে নিয়োজিত হয়ে প্রকল্প গ্রহন করেছেন তারা যুব উন্নয়ন অফিসার বরাবর সাদা কাগজে আবেদন করে যুবঋন    সহযোগিতা পেতে পারেন।